March 29, 2020

স্বাস্থ্য কথা

ফরিদপুর জেনারেল হাসপাতালে অলট্রাসনোগ্রাম বন্ধ দেয়না এক্সরে রিপোর্ট

জেনারেল হাসপাতালে যেখানে দেড়শ’ টাকায় এক্সরে রিপোর্ট পাওয়া যেতো সেখানে বাইরে থেকে ৪শ’ থেকে ৫শ’ এবং ২শ’ টাকার বড় ফিল্মের এক্সরে করতে বাইরে থেকে লাগে ৫শ’ থেকে ৬শ’ টাকা। এছাড়া রোগীদের আলট্রাসনোগ্রাম করতে সম্পূর্ণ পেট ২শ’ ২০টাকা ও অর্ধেক পেট ১শ’ ১০ টাকা লাগে। সেখানে বাইরে এই ফি ৬শ’ টাকা।