নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর টাইমস:
ফরিদপুরের নগরকান্দা পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিমাই চন্দ্র সরকার ২ হাজার ১শ’ ৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাসুদুর রহমান মাসুদ ১ হাজার ২শ’ ২৮ ভোট পেয়েছেন।
আর ধানের শীষ প্রতিকে বিএনপির প্রার্থী আলিমুজ্জামান সেলু ৭শ’ ১৮ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।
তৃতীয় হয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান মিঠু ১ হাজার ২শ’ ভোট পেয়ে।
আজ রোববার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে মেয়র পদে সাতজন এবং ৯টি ওয়ার্ডে ৩৮ জন কাউন্সিলর ও ১৩ জন সংরক্ষিত নারী আসনের প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।