Sun. Feb 23rd, 2020

ফ্ল্যাট বাসায় ইয়াবা তৈরির কারখানা, স্বামী-স্ত্রী সহ আটক ৪

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর টাইমসঃ

ফরিদপুরে ইয়াবা তৈরির সরঞ্জাম সহ চারজনকে আটক করেছে পুলিশ। তাদের নিকট থেকে ২শ’ ২০ পিস ইয়াবা সহ ইয়াবা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত১০ টার দিকে পৌর বাস টার্মিনালের পেছনে রঘুনন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, ভাংগা উপজেলার দিঘলকান্দা গ্রামের মৃত মান্নান শেখের ছেলে ওবায়দুর শেখ (৪০), নগরকান্দা থানার ফাইবালিয়া গ্রামের স্বামী-স্ত্রী আনিসুর রহমান (৩৮) ও হ্যাপি বেগম (২৮) এবং পাবনা জেলার আতাইকুলা থানার ধানুয়াঘাটা গ্রামের মোসাঃ জুলি খাতুন (৩৩)।

ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান পিপিএম (সেবা) জানান, গোপন সংবাদের ভিত্তিতে রঘুনন্দনপুর মহল্লার পাট্টাদারকান্দি এলাকায় একটি ভবনে তল্লাশী করে তাদের আটক করা হয় এবং এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

জানা গেছে, গত ২৩ জানুয়ারী নুরুল ইসলামের মালিকানাধীন ইসলাম মঞ্জিলের নিচতলার বাসাটি ভাড়া নেন আটক ওবায়দুর শেখ। তার নামে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইতিপূর্বেও মামলা হয়।