May 25, 2020

সাদেক হোসেন খোকার মৃত্যুতে ফরিদপুরে শোকসভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর টাইমসঃ
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার অকাল মৃত্যুতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুরে শোকসভা ও কালোব্যাজ ধারণ কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের কোর্ট কম্পাউন্ডের স্বাধীনতা চত্বরে জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচীর আয়োজন করা হয়।

এসময় ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন দিলা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা আরমান হোসেন, তৈয়বুর রহমান প্রমুখ।

বক্তাগণ সাদেক হোসেন খোকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করেন। এছাড়া মৃত্যুর পূর্বে তাঁকে দেশে ফেরার জন্য পাসপোর্ট ফেরত না দেয়ায় গভীর নিন্দা জানান নেতৃবৃন্দ। এ কর্মসূচী পালন উপলক্ষে সকালে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা স্বাধীনতা চত্বরে সমবেত হয়ে প্রথমে কালোব্যাজ ধারণ করেন এবং পরে শোকসভা করেন।

Please follow and like us
error0
Tweet 20
fb-share-icon20